অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিএডিসির চুরি যাওয়া সারসহ একটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নদীবন্দর এলাকার নাহার ঘাট থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজঘাট থেকে ওই সার চুরির ঘটনা ঘটে।
আটক দুজন হলেন-উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে নাহার ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় (৩৭) ও বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (২৮)।
নাহার ঘাটের সরদার ও নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ জানান, রমজান মাসে ইফতারের আগে ঘাটে সব কাজ বন্ধ থাকে। ঘটনার দিন মঙ্গলবার ইফতারের সময় তিনি জানতে পারেন, ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় একটি ট্রাকে আকিজ গ্রুপের আমদানীকরা সরকারি টিএসপি (মরক্কো) সার লোড করেছে। দ্রুত তিনি ঘাটে আসেন এবং লোড করা ট্রাক আটকে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) সহ অভিযুক্ত দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে আটক করে নিয়ে যায়।
আকিজ গ্রুপের নাহার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যারহাউস) ওবায়দুর রহমান জানান, আকিজ গ্রুপের কনসালট্যান্ট মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড সরকারি ভর্তুকির বিএডিসি টিএসপি (মরক্কো) সার মরক্কো থেকে আমদানি করে। পরে সেই সার লাইটারেজ জাহাজে করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নাহার ঘাটে ড্যাম্পিং করা হয়। ঘাটের শ্রমিক সর্দার দেবাচার্য্য রায় অজ্ঞাতনামা ১০-১২ জনের সহযোগিতায় ৫০০ বস্তা টিএসপি সার চুরি করে একটি ট্রাকে লোড করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ঘটনার পর বুধবার দুপুরে দেবাচার্য্য রায়, ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেবাচার্য্য রায় জানান, ৫০০ বস্তা টিএসপি সার তিনি ওই ড্যাম্পে লুকিয়ে রেখেছিলেন। ওই সারের মালিক তিনি। মঙ্গলবার ইফতারের সময় সারগুলো ট্রাকে লোড দেওয়ার পর পুলিশ এসে তাকেসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। ঘাট থেকে তাকে সরানোর জন্য ঘাটের সরদার পৌর কাউন্সিলর বিপুল শেখ ষড়যন্ত্র করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাহার ঘাটে অভিযান চালিয়ে ৫০০ বস্তা টিএসপি (মরক্কো) সরকারি সারসহ একটি ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবাচার্য্য রায় ও ট্রাকচালক মুকুটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আকিজ গ্রুপের প্রতিনিধি ওবায়দুর সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

যশোরের অভয়নগরে বিএডিসির চুরি যাওয়া সারসহ একটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নদীবন্দর এলাকার নাহার ঘাট থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজঘাট থেকে ওই সার চুরির ঘটনা ঘটে।
আটক দুজন হলেন-উপজেলার চলিশিয়া ইউনিয়নের আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে নাহার ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় (৩৭) ও বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট (২৮)।
নাহার ঘাটের সরদার ও নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ জানান, রমজান মাসে ইফতারের আগে ঘাটে সব কাজ বন্ধ থাকে। ঘটনার দিন মঙ্গলবার ইফতারের সময় তিনি জানতে পারেন, ঘাটের শ্রমিক সরদার দেবাচার্য্য রায় একটি ট্রাকে আকিজ গ্রুপের আমদানীকরা সরকারি টিএসপি (মরক্কো) সার লোড করেছে। দ্রুত তিনি ঘাটে আসেন এবং লোড করা ট্রাক আটকে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) সহ অভিযুক্ত দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে আটক করে নিয়ে যায়।
আকিজ গ্রুপের নাহার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওয়্যারহাউস) ওবায়দুর রহমান জানান, আকিজ গ্রুপের কনসালট্যান্ট মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড সরকারি ভর্তুকির বিএডিসি টিএসপি (মরক্কো) সার মরক্কো থেকে আমদানি করে। পরে সেই সার লাইটারেজ জাহাজে করে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নাহার ঘাটে ড্যাম্পিং করা হয়। ঘাটের শ্রমিক সর্দার দেবাচার্য্য রায় অজ্ঞাতনামা ১০-১২ জনের সহযোগিতায় ৫০০ বস্তা টিএসপি সার চুরি করে একটি ট্রাকে লোড করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ঘটনার পর বুধবার দুপুরে দেবাচার্য্য রায়, ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেবাচার্য্য রায় জানান, ৫০০ বস্তা টিএসপি সার তিনি ওই ড্যাম্পে লুকিয়ে রেখেছিলেন। ওই সারের মালিক তিনি। মঙ্গলবার ইফতারের সময় সারগুলো ট্রাকে লোড দেওয়ার পর পুলিশ এসে তাকেসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। ঘাট থেকে তাকে সরানোর জন্য ঘাটের সরদার পৌর কাউন্সিলর বিপুল শেখ ষড়যন্ত্র করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাহার ঘাটে অভিযান চালিয়ে ৫০০ বস্তা টিএসপি (মরক্কো) সরকারি সারসহ একটি ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবাচার্য্য রায় ও ট্রাকচালক মুকুটকে আটক করা হয়েছে। এ ঘটনায় আকিজ গ্রুপের প্রতিনিধি ওবায়দুর সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে