যশোর প্রতিনিধি

যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল ঝড় শুরু হলে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৭ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎহীন থাকল। কিন্তু বিদ্যুৎ বিভাগের যেন কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে, কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা-ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে বলে মনে হয় না।’
বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মোবাইল ফোনের চার্জ শেষ। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারছে না ওই এলাকার মানুষ। বিপর্যস্ত অবস্থায় রয়েছে গোটা এলাকা।
এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকালে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে বিদ্যুতের কর্মীরা।’
বিদ্যুৎ বিভাগ তো জরুরি সেবা খাতের আওতায় পড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ১৭ ঘণ্টা পরে কেন কর্মীরা ট্রান্সফরমার পাল্টাতে যাবেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী।

যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল ঝড় শুরু হলে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৭ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎহীন থাকল। কিন্তু বিদ্যুৎ বিভাগের যেন কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে, কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা-ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে বলে মনে হয় না।’
বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মোবাইল ফোনের চার্জ শেষ। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারছে না ওই এলাকার মানুষ। বিপর্যস্ত অবস্থায় রয়েছে গোটা এলাকা।
এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকালে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে বিদ্যুতের কর্মীরা।’
বিদ্যুৎ বিভাগ তো জরুরি সেবা খাতের আওতায় পড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ১৭ ঘণ্টা পরে কেন কর্মীরা ট্রান্সফরমার পাল্টাতে যাবেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৮ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে