Ajker Patrika

যশোরে ট্রাকচাপায় শিশু নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬: ৫১
যশোরে ট্রাকচাপায় শিশু নিহত

যশোরের মনিরামপুরে তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সাবিহা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি ওইসময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার উদ্দেশে রাস্তা পার হচ্ছিল। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সাবিহা গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের মেয়ে। ফকির রাস্তা উলামানগর কওমি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত সে।

এদিকে চালকসহ ট্রাকটিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। চালকের নাম মনির হোসেন। তিনি খুলনার খালিশপুরের কাশিপুর বাংলার মোড়ের আব্দুস সালামের ছেলে।

ফকির রাস্তা উলামানগর কওমি মাদ্রাসার অধ্যক্ষ কামরুজ্জামান কাসেমী বলেন, ‘বাবার মৃত্যুর পর শিশুটির মায়ের আবার বিয়ে হয়েছে। সাবিহা তার দাদি সেলিনা বেগমের কাছে থেকে আমাদের মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত। বাড়ি দূরে হওয়ায় মাদ্রাসার ভ্যানে চড়ে সে আসা-যাওয়া করত। আজ রোববার দুপুরে ছুটির পর ভ্যানে না উঠে হেঁটে রাস্তা পার হচ্ছিল সাবিহা। তখন কেশবপুরের দিক থেকে ছেড়ে আসা একটি তেলের ট্রাক মাদ্রাসার সামনে ফকির রাস্তা মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাবিহার মৃত্যু হয়েছে।’
 
মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, চালকসহ ট্রাক থানা হেফাজতে আছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত