যশোর প্রতিনিধি

জ্বর ও পেটে ব্যথা নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা রত্না বিশ্বাস (৩৬)। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে একা হাসপাতালের শৌচাগারে যান। ঠিক এমন সময় কারও কোনো ধরনের সহায়তা ছাড়াই ছেলেসন্তান প্রসব করেন রত্না। এরপর নিজেই পানি দিয়ে নবজাতকের শরীর পরিষ্কার করছিলেন। তখন শিশুটির কান্নার আওয়াজ শুনে কর্তব্যরত নার্সরা নবজাতক ও প্রসূতিকে উদ্ধার করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি আজ শুক্রবার বিকেলে জানাজানি হয়।
রত্না বিশ্বাস জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে ও আড়াই বছর বয়সী আরও একটি ছেলেসন্তান রয়েছে।

হাসপাতাল ও প্রসূতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রত্না। তবে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে রত্না ও তাঁর পরিবার ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য গোপন করেন। সে কারণে চিকিৎসকেরা তাঁকে প্রসূতি ওয়ার্ডে না পাঠিয়ে সাধারণ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। সেখানে মেঝেতে বিছানা পেতে তাঁর চিকিৎসাসেবা চলছিল।
হঠাৎ রাত আড়াইটার দিকে রত্না শৌচাগারে যান। সেখানে তিনি সন্তান প্রসব করেন। তখনো কাউকে ডাক দেননি তিনি। এরপর ভূমিষ্ঠ হওয়া নবজাতকের শরীর পরিষ্কারের জন্য পানি ঢালছিলেন। তখন নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসে। দ্রুত ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স, আয়া ও অন্য রোগীর স্বজনেরা ছুটে যান। পরে নার্সরা নবজাতককে উদ্ধার করে শিশু বিভাগে ও তার মাকে প্রসূতি ওয়ার্ডে পাঠান। নবজাতক ও প্রসূতি সুস্থ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নার্সিং ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নবজাতকটি দেখভাল করছেন। পা তুলে খেলা করছে। আবার কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছে।
দায়িত্বে থাকা নার্স রিনা সরকার বলেন, ‘নবজাতকের ওজন আড়াই কেজি; যা স্বাভাবিক। শিশুটি সুস্থ আছে। তার মা এখনো দেখতে আসেননি। কিন্তু হাসপাতালে ঘটনাটি আলোচিত হওয়ায় অনেকে খোঁজখবর নিতে আসছেন। ঘটনাটিতে আলোড়ন সৃষ্টি হওয়ায় কেউ কেউ বাচ্চাটি দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন।’
এদিকে অন্তঃসত্ত্বার তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি, শৌচাগারে সন্তান প্রসব করা নিয়ে অনেকে সমালোচনা করছেন। হাসপাতালের কেউ কেউ বলছেন, দুটি বাচ্চা থাকায় আর সন্তান নিতে চায়নি দরিদ্র এই দম্পতি। তাই সন্তানসম্ভবা হয়েও জ্বর নিয়ে তাঁকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে না গিয়ে সাধারণ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে শৌচাগারে বাচ্চা প্রসব করে বাচ্চাটিকে পানিতে শ্বাসরোধে হত্যার চেষ্টা করছিলেন বলেও ওয়ার্ডে গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে আগামীকাল শনিবার তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতি রত্না বিশ্বাস বলেন, ‘কীভাবে সন্তান প্রসব হলো বুঝতে পারছি না। তবে আমি যে অন্তঃসত্ত্বা ছিলাম, তা সবাই জানতেন। আর নিজের সন্তানকে কেন মারতে চাইব?’
রত্নার স্বামী মাছ বিক্রেতা রমেশ বিশ্বাস বলেন, ‘রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে চিকিৎসা করানোর চেষ্টা চলছে।’
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি রহস্যের জন্ম দিয়েছে। সন্তানসম্ভবা হওয়ার পরও তথ্য গোপন রেখে ওই নারীকে তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর শৌচাগারে সন্তান প্রসব করেন। এসব নিয়ে তদন্ত চলছে। প্রসূতি নারী মানসিকভাবে অসুস্থ। শনিবার হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের সঙ্গে বসা হবে। তখন বিষয়টি পরিষ্কার হবে। বাচ্চাটিকে দেখভাল করা হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।’

জ্বর ও পেটে ব্যথা নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা রত্না বিশ্বাস (৩৬)। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে একা হাসপাতালের শৌচাগারে যান। ঠিক এমন সময় কারও কোনো ধরনের সহায়তা ছাড়াই ছেলেসন্তান প্রসব করেন রত্না। এরপর নিজেই পানি দিয়ে নবজাতকের শরীর পরিষ্কার করছিলেন। তখন শিশুটির কান্নার আওয়াজ শুনে কর্তব্যরত নার্সরা নবজাতক ও প্রসূতিকে উদ্ধার করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি আজ শুক্রবার বিকেলে জানাজানি হয়।
রত্না বিশ্বাস জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে ও আড়াই বছর বয়সী আরও একটি ছেলেসন্তান রয়েছে।

হাসপাতাল ও প্রসূতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রত্না। তবে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে রত্না ও তাঁর পরিবার ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য গোপন করেন। সে কারণে চিকিৎসকেরা তাঁকে প্রসূতি ওয়ার্ডে না পাঠিয়ে সাধারণ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। সেখানে মেঝেতে বিছানা পেতে তাঁর চিকিৎসাসেবা চলছিল।
হঠাৎ রাত আড়াইটার দিকে রত্না শৌচাগারে যান। সেখানে তিনি সন্তান প্রসব করেন। তখনো কাউকে ডাক দেননি তিনি। এরপর ভূমিষ্ঠ হওয়া নবজাতকের শরীর পরিষ্কারের জন্য পানি ঢালছিলেন। তখন নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসে। দ্রুত ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স, আয়া ও অন্য রোগীর স্বজনেরা ছুটে যান। পরে নার্সরা নবজাতককে উদ্ধার করে শিশু বিভাগে ও তার মাকে প্রসূতি ওয়ার্ডে পাঠান। নবজাতক ও প্রসূতি সুস্থ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নার্সিং ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নবজাতকটি দেখভাল করছেন। পা তুলে খেলা করছে। আবার কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছে।
দায়িত্বে থাকা নার্স রিনা সরকার বলেন, ‘নবজাতকের ওজন আড়াই কেজি; যা স্বাভাবিক। শিশুটি সুস্থ আছে। তার মা এখনো দেখতে আসেননি। কিন্তু হাসপাতালে ঘটনাটি আলোচিত হওয়ায় অনেকে খোঁজখবর নিতে আসছেন। ঘটনাটিতে আলোড়ন সৃষ্টি হওয়ায় কেউ কেউ বাচ্চাটি দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন।’
এদিকে অন্তঃসত্ত্বার তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি, শৌচাগারে সন্তান প্রসব করা নিয়ে অনেকে সমালোচনা করছেন। হাসপাতালের কেউ কেউ বলছেন, দুটি বাচ্চা থাকায় আর সন্তান নিতে চায়নি দরিদ্র এই দম্পতি। তাই সন্তানসম্ভবা হয়েও জ্বর নিয়ে তাঁকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে না গিয়ে সাধারণ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে শৌচাগারে বাচ্চা প্রসব করে বাচ্চাটিকে পানিতে শ্বাসরোধে হত্যার চেষ্টা করছিলেন বলেও ওয়ার্ডে গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে আগামীকাল শনিবার তদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতি রত্না বিশ্বাস বলেন, ‘কীভাবে সন্তান প্রসব হলো বুঝতে পারছি না। তবে আমি যে অন্তঃসত্ত্বা ছিলাম, তা সবাই জানতেন। আর নিজের সন্তানকে কেন মারতে চাইব?’
রত্নার স্বামী মাছ বিক্রেতা রমেশ বিশ্বাস বলেন, ‘রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে চিকিৎসা করানোর চেষ্টা চলছে।’
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি রহস্যের জন্ম দিয়েছে। সন্তানসম্ভবা হওয়ার পরও তথ্য গোপন রেখে ওই নারীকে তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর শৌচাগারে সন্তান প্রসব করেন। এসব নিয়ে তদন্ত চলছে। প্রসূতি নারী মানসিকভাবে অসুস্থ। শনিবার হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের সঙ্গে বসা হবে। তখন বিষয়টি পরিষ্কার হবে। বাচ্চাটিকে দেখভাল করা হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে