যশোর প্রতিনিধি

আসছে ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের স্বার্থের বিষয় বিবেচনা করে কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যাঁরা গণতন্ত্র হত্যা করেছেন, তাঁরাই আজ মায়াকান্না করছেন। তাঁরা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তাঁরা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চান। তাঁরা মূলত অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাঁদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেটা কখনো গণ-আন্দোলনে রূপ নেয় না। সেই আন্দোলনে সরকার হটানো যায় না।’
দীপু মনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। বিশ্বে শিক্ষার মান যে গতিতে পরিবর্তিত হচ্ছে, সেখানে আমাদের দেশে ছোটখাটো পরিবর্তন যথেষ্ট নয়। তাই এখন শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আইসিটি সেক্টর ব্যবহারের দিকে সরকার নজর দিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্যও কাজ করা হচ্ছে। সবার প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও কীভাবে শৃঙ্খল করা যায়, সে বিষয়েও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য নয়, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্যও আমরা ভূমিকা রাখছি।’
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘এখনো অনেক শিক্ষক রয়েছেন যাঁরা এমপিওভুক্ত হননি। সেটি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। কেননা, তাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও নানা বিষয় রয়েছে। যাচাইবাছাই করে দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে যশোরের শার্শায় বাগ আঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ ও বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন ডা. দীপু মনি।

আসছে ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের স্বার্থের বিষয় বিবেচনা করে কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যাঁরা গণতন্ত্র হত্যা করেছেন, তাঁরাই আজ মায়াকান্না করছেন। তাঁরা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছেন। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তাঁরা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চান। তাঁরা মূলত অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাঁদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেটা কখনো গণ-আন্দোলনে রূপ নেয় না। সেই আন্দোলনে সরকার হটানো যায় না।’
দীপু মনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। বিশ্বে শিক্ষার মান যে গতিতে পরিবর্তিত হচ্ছে, সেখানে আমাদের দেশে ছোটখাটো পরিবর্তন যথেষ্ট নয়। তাই এখন শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আইসিটি সেক্টর ব্যবহারের দিকে সরকার নজর দিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্যও কাজ করা হচ্ছে। সবার প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও কীভাবে শৃঙ্খল করা যায়, সে বিষয়েও নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুধু শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য নয়, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্যও আমরা ভূমিকা রাখছি।’
বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে ডা. দীপু মনি বলেন, ‘এখনো অনেক শিক্ষক রয়েছেন যাঁরা এমপিওভুক্ত হননি। সেটি নিয়ে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। কেননা, তাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও নানা বিষয় রয়েছে। যাচাইবাছাই করে দ্রুত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে যশোরের শার্শায় বাগ আঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ ও বাঘারপাড়ার সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন ডা. দীপু মনি।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩০ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৪৪ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে