যশোর প্রতিনিধি

এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচনবিরোধী করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনীতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনীতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি, তখন তারা গোসসা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে থাকেন, তাহলে তো গোসসা করার কথা নয়।’
আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ হাসিনার পতিত দোসরদের একটি পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটি পক্ষ লন্ডনে। আমরা সংস্কারের পক্ষে, তার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে ভেবেই নিব, আপনারা সংস্কারের বিরুদ্ধে। সংস্কারে বিরোধিতা করছেন।’
ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, ‘আমাদের দাবি—জুলাই সনদ, বিচার, নির্বাচন—সব প্যাকেজ আকারে হতে হবে। ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।
এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা।

এনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচনবিরোধী করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনীতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনীতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি, তখন তারা গোসসা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে থাকেন, তাহলে তো গোসসা করার কথা নয়।’
আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ হাসিনার পতিত দোসরদের একটি পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটি পক্ষ লন্ডনে। আমরা সংস্কারের পক্ষে, তার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে ভেবেই নিব, আপনারা সংস্কারের বিরুদ্ধে। সংস্কারে বিরোধিতা করছেন।’
ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, ‘আমাদের দাবি—জুলাই সনদ, বিচার, নির্বাচন—সব প্যাকেজ আকারে হতে হবে। ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।
এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে