খুলনা প্রতিনিধি

গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।

গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২২ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
২৯ মিনিট আগে