খুলনা প্রতিনিধি

গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।

গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৯ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
১৫ মিনিট আগে