যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাসে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মনিরুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) মনিরুজ্জামান এবং ভুক্তভোগী পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ভুক্তভোগীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
আজ সকালে ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নামিয়ে শিক্ষার্থীরা চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাসে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মনিরুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) মনিরুজ্জামান এবং ভুক্তভোগী পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ভুক্তভোগীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
আজ সকালে ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নামিয়ে শিক্ষার্থীরা চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে