যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাসে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মনিরুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) মনিরুজ্জামান এবং ভুক্তভোগী পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ভুক্তভোগীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
আজ সকালে ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নামিয়ে শিক্ষার্থীরা চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাসে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মনিরুজ্জামান, তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) মনিরুজ্জামান এবং ভুক্তভোগী পেছনের সিটে বসেছিলেন। একপর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ভুক্তভোগীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
আজ সকালে ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নামিয়ে শিক্ষার্থীরা চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৭ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে