Ajker Patrika

সংস্কার না হয়ে নির্বাচন হলে চোর-ডাকাতেরা নির্বাচিত হবে: মুজিবুর রহমান

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫: ৫৯
সংস্কার না হয়ে নির্বাচন হলে চোর-ডাকাতেরা নির্বাচিত হবে: মুজিবুর রহমান
যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর-ডাকাতেরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এখন থেকেই বহু লোক চুরি-ডাকাতির পাঁয়তারা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি-ডাকাতি হয়েছে, আবারও সেই অবস্থার সৃষ্টি হবে। তাই আগে সংস্কার, তার পরে নির্বাচন। তাদের কথা হলো, যে করেই হোক, নির্বাচন হতে হবে। স্বৈরাচারী শাসকের মতো আবারও যদি সেই নির্বাচন হয়, তাহলে নির্বাচনের দাম নেই। তবে সংস্কারের নামে যদি সময় নষ্ট করে, তাহলে সংস্কার হবে না। এর জন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া বাঞ্ছনীয়।’

শিক্ষকদের উদ্দেশ্যে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘বিগত সময়ের পাতানো নির্বাচনে অনেক শিক্ষক জড়িত। পাতানো নির্বাচনে শিক্ষকদের স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। শতকরা ৪ শতাংশ ভোট পড়লেও লিখতে বলেছে ৪১ থেকে ৪৫ শতাংশ। অনেকেই সেই সময়ে চাকরি বাঁচাতে বাধ্য হয়ে লিখেছেন। শাসক যদি চোর হয়, সেই জমিনে যারা বসবাস করবে; তারাও চোর হবে।’

এ সময় অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত শিক্ষকদের হাত উঁচু করে আগামী নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন।

শিক্ষক ফেডারেশন যশোর জেলার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শিক্ষা উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, আল হেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত