প্রতিনিধি

অভয়নগর (যশোর): যশোর অভয়নগর উপজেলার ইউপি সদস্য নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের বেঞ্চে পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ।
উল্লেখ্য গত ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর থানা-পুলিশের ৭ মার্চের আনন্দ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তাঁর ছেলে ইব্রাহীম। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হন নিহত নুর আলীর ছেলে ইব্রাহিম। নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পর অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি ও একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে র্যাব-৬ সদস্যরা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন পলাতক থেকে গত ৮ জুন মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ আদালতে আত্মসমর্পণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অভয়নগর (যশোর): যশোর অভয়নগর উপজেলার ইউপি সদস্য নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের বেঞ্চে পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ।
উল্লেখ্য গত ৭ মার্চ রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর থানা-পুলিশের ৭ মার্চের আনন্দ উদ্যাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তাঁর ছেলে ইব্রাহীম। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এদিকে বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হন নিহত নুর আলীর ছেলে ইব্রাহিম। নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার কয়েক দিন পর অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি ও একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে র্যাব-৬ সদস্যরা আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া দীর্ঘদিন পলাতক থেকে গত ৮ জুন মুরাদ শেখ ও তাঁর ভাই জিহাদ শেখ আদালতে আত্মসমর্পণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৫ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে