যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কলেজের আসাদ হল–সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত আছে।’
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে এম এম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ধূমপানে নিষেধ করেন। এতে তাঁদের মারধর করেন বহিরাগত দুজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতা-কর্মীরা এগিয়ে যান।
এ সময় স্থানীয় খড়কি এলাকার ছাত্রলীগ সমর্থনকারী সাগর তাঁর ৪০-৫০ জন অনুসারীকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত তিন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরে জেলা যুবদল, ছাত্রদল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘দীর্ঘ বছর কলেজে ছাত্রলীগের ছত্রছায়ায় সাগর গ্যাং তৈরি করেছিল। ছিনতাই, মাদক সেবন, বেচাকেনাসহ আশপাশের ছাত্রাবাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের ডিস্টার্ব (বিরক্ত) করত। তাদের মারধরে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। সাগর ও তার টোকাই ছেলেদের বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।’
মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আপনারা সাংবাদিক পাঠিয়ে খবর নেন। আমি কিছু বলতে পারছি না।’ এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের কোনো খোঁজ নিইনি। নিচ্ছি না।’

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কলেজের আসাদ হল–সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত আছে।’
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে এম এম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ধূমপানে নিষেধ করেন। এতে তাঁদের মারধর করেন বহিরাগত দুজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতা-কর্মীরা এগিয়ে যান।
এ সময় স্থানীয় খড়কি এলাকার ছাত্রলীগ সমর্থনকারী সাগর তাঁর ৪০-৫০ জন অনুসারীকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে অন্তত তিন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পরে জেলা যুবদল, ছাত্রদল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
রাত ১০টার দিকে শিক্ষার্থীদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘দীর্ঘ বছর কলেজে ছাত্রলীগের ছত্রছায়ায় সাগর গ্যাং তৈরি করেছিল। ছিনতাই, মাদক সেবন, বেচাকেনাসহ আশপাশের ছাত্রাবাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের ডিস্টার্ব (বিরক্ত) করত। তাদের মারধরে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। সাগর ও তার টোকাই ছেলেদের বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।’
মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আপনারা সাংবাদিক পাঠিয়ে খবর নেন। আমি কিছু বলতে পারছি না।’ এক প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের কোনো খোঁজ নিইনি। নিচ্ছি না।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৭ মিনিট আগে