শেরপুর প্রতিনিধি

কোনো মামলা না থাকায় এবং বয়স্ক বিবেচনায় জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা বেগমকে (৮০) জামালপুরের নিজ বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাঁকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। এর আগে একই দিন রাত ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাঁকে জামালপুর সদর থানায় পাঠায়।
মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রী সালমা বেগম। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর স্মৃতিশক্তিও দুর্বল। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাঁকে বাসায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পরে উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

কোনো মামলা না থাকায় এবং বয়স্ক বিবেচনায় জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা বেগমকে (৮০) জামালপুরের নিজ বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাঁকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। এর আগে একই দিন রাত ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাঁকে জামালপুর সদর থানায় পাঠায়।
মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রী সালমা বেগম। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর স্মৃতিশক্তিও দুর্বল। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাঁকে বাসায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পরে উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৯ মিনিট আগে