মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুর রহমান পলাশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা যায়, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান পলাশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে পলাশের মরদেহ জামালপুরের মাদারগঞ্জের সরদারবাড়ী গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে আজ সকাল সাড়ে ৮টায় শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে পলাশকে এক নজর দেখতে ভিড় করেন তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান পলাশের ৪ ভাই রয়েছে। পলাশ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। পলাশের বাবা লাভলু মিয়া কৃষিকাজ করেন। অনেক কষ্টে পলাশের বাবা তাঁদের পড়াশোনা করিয়েছেন। ছোট থেকে মেধাবী শিক্ষার্থী ছিল পলাশ। তাঁদের পরিবারের একমাত্র স্বপ্ন ছিলেন তিনি।
পলাশের ছোট ভাই রাকিব বলে, হঠাৎ আমার মোবাইলে একটি কল আসে। কল ধরলে জানতে পারি ভাইয়ার হলের সভাপতি। পরে তিনি আমাকে বলেন, আপনার মামা, বাবা বা চাচার মোবাইল নম্বরটি দেন। আর যত দ্রুত পারেন চলে আসেন। তখনই বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে মামার মোবাইল নম্বর দেই। এর কিছুক্ষণ পরেই আমি মামাকে কল দিলে মামা মোবাইলে কান্না করতে থাকে। আমি ঢাকাতেই ছিলাম। তাই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই আর পৃথিবীতে নেই।
পলাশের বাবা লাভলু মিয়া বলেন, ‘পলাশকে নিয়ে স্বপ্ন ছিল আমাদের। সে স্বপ্ন আর পূরণ হলো না। খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। আল্লাহ তুমি যে তাঁকে এভাবে পৃথিবী থেকে নিয়ে যাবা তা কখনো ভাবিনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুর রহমান পলাশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা যায়, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান পলাশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে পলাশের মরদেহ জামালপুরের মাদারগঞ্জের সরদারবাড়ী গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে আজ সকাল সাড়ে ৮টায় শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে পলাশকে এক নজর দেখতে ভিড় করেন তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান পলাশের ৪ ভাই রয়েছে। পলাশ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। পলাশের বাবা লাভলু মিয়া কৃষিকাজ করেন। অনেক কষ্টে পলাশের বাবা তাঁদের পড়াশোনা করিয়েছেন। ছোট থেকে মেধাবী শিক্ষার্থী ছিল পলাশ। তাঁদের পরিবারের একমাত্র স্বপ্ন ছিলেন তিনি।
পলাশের ছোট ভাই রাকিব বলে, হঠাৎ আমার মোবাইলে একটি কল আসে। কল ধরলে জানতে পারি ভাইয়ার হলের সভাপতি। পরে তিনি আমাকে বলেন, আপনার মামা, বাবা বা চাচার মোবাইল নম্বরটি দেন। আর যত দ্রুত পারেন চলে আসেন। তখনই বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে মামার মোবাইল নম্বর দেই। এর কিছুক্ষণ পরেই আমি মামাকে কল দিলে মামা মোবাইলে কান্না করতে থাকে। আমি ঢাকাতেই ছিলাম। তাই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই আর পৃথিবীতে নেই।
পলাশের বাবা লাভলু মিয়া বলেন, ‘পলাশকে নিয়ে স্বপ্ন ছিল আমাদের। সে স্বপ্ন আর পূরণ হলো না। খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। আল্লাহ তুমি যে তাঁকে এভাবে পৃথিবী থেকে নিয়ে যাবা তা কখনো ভাবিনি।’

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৬ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৯ মিনিট আগে