ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই মাদ্রাসা সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক মাদ্রাসাশিক্ষকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
আজ রোববার (১১ মে) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা নামাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কইড়তলা নামাপাড়া এলাকায় রাবিয়া বসরি মহিলা মাদ্রাসাটি (হিফজখানা) স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান (৪২) পরিচালনা করেন। একই এলাকায় স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম (৪৫) জামিয়া সুলতানিয়া রওজাতুর কোরআন নামে আরেকটি মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় ছাত্রী ভেড়াতে পাঠদানের বিষয়ে মফিজুর রহমান এবং ওবায়দুল ইসলাম প্রায়ই একে অন্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। গতকাল শনিবার রাতে মফিজুর রহমানের সঙ্গে ওবায়দুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাবিয়া বসরি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১২ সাল থেকে আমি মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। প্রতিবেশী ওবায়দুল ইসলাম তাঁর মাদ্রাসায় ছাত্রী ভেড়াতে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ ছড়াচ্ছেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-বৈঠক হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল আমাকে মারধর করেছে। তার লোকজন নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। ইসলামপুর হাসপাতালে চিকিৎসা নিতে এলে আমাকেসহ আমার পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।’
জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। মূলত আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমাকে ও আমার লোকজনকে মারধর করা হয়েছে।’
গাইবান্ধা ইউনিয়ন বিট পুলিশিংয়ের কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফে রাব্বানী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা না করার জন্য সেখানকার লোকজনদের নিয়েই আলোচনা করেছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ছয় ব্যক্তিকে থানায় আনা হয়েছে।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই মাদ্রাসা সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক মাদ্রাসাশিক্ষকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
আজ রোববার (১১ মে) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা নামাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কইড়তলা নামাপাড়া এলাকায় রাবিয়া বসরি মহিলা মাদ্রাসাটি (হিফজখানা) স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান (৪২) পরিচালনা করেন। একই এলাকায় স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম (৪৫) জামিয়া সুলতানিয়া রওজাতুর কোরআন নামে আরেকটি মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় ছাত্রী ভেড়াতে পাঠদানের বিষয়ে মফিজুর রহমান এবং ওবায়দুল ইসলাম প্রায়ই একে অন্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। গতকাল শনিবার রাতে মফিজুর রহমানের সঙ্গে ওবায়দুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাবিয়া বসরি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১২ সাল থেকে আমি মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। প্রতিবেশী ওবায়দুল ইসলাম তাঁর মাদ্রাসায় ছাত্রী ভেড়াতে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ ছড়াচ্ছেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-বৈঠক হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল আমাকে মারধর করেছে। তার লোকজন নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। ইসলামপুর হাসপাতালে চিকিৎসা নিতে এলে আমাকেসহ আমার পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।’
জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। মূলত আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমাকে ও আমার লোকজনকে মারধর করা হয়েছে।’
গাইবান্ধা ইউনিয়ন বিট পুলিশিংয়ের কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফে রাব্বানী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা না করার জন্য সেখানকার লোকজনদের নিয়েই আলোচনা করেছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ছয় ব্যক্তিকে থানায় আনা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে