ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। মামলার এজাহারভুক্ত ২৮ জন, তদন্তে গ্রেপ্তার ৩৬ জন ও পলাতক ১৬ জনসহ মোট ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর অডিটোরিয়ামের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। শেখ হাসিনা সরকারের শেষ সময়ে অনুষ্ঠিত এই কর্মসূচি ঠেকাতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে কোপা দা, লোহার রড, হকিস্টিক, পিঞ্জল, শর্টগানসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন তাঁরা।
এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। অভিযোগ রয়েছে, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই ঘটনার প্রায় এক মাস পর ৬ সেপ্টেম্বর রাতে চরপুঁটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে এটাই প্রথম, যাতে আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ।

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। মামলার এজাহারভুক্ত ২৮ জন, তদন্তে গ্রেপ্তার ৩৬ জন ও পলাতক ১৬ জনসহ মোট ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর অডিটোরিয়ামের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। শেখ হাসিনা সরকারের শেষ সময়ে অনুষ্ঠিত এই কর্মসূচি ঠেকাতে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে কোপা দা, লোহার রড, হকিস্টিক, পিঞ্জল, শর্টগানসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন তাঁরা।
এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। অভিযোগ রয়েছে, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই ঘটনার প্রায় এক মাস পর ৬ সেপ্টেম্বর রাতে চরপুঁটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে এটাই প্রথম, যাতে আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে