দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টার খেত থেকে ফেরদৌস মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নে গামারিয়া গ্রামে ভুট্টার খেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস মিয়া উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস গত রোববার রাতে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে থানায় জিডি করে তাঁর পরিবার। মঙ্গলবার গামারিয়া গ্রামের মারুফ নামের একজন ভুট্টা খেতে আংশিক মাটিতে পুতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ফেরদৌস মিয়ার প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, তাঁর স্বামী তাঁকে ছাড়াও মিষ্টি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পূর্বে তাঁর স্বামী ফেরদৌস মিয়ার সঙ্গে মিষ্টি আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনার প্রতিশোধ নিতেই মিষ্টি আক্তার ও তাঁর পরিবার মিলে ফেরদৌস মিয়াকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুজ্জামান খান বলেন, ‘নিহত ফেরদৌসের দ্বিতীয় পক্ষের স্ত্রী মিষ্টি আক্তারের সঙ্গে কিছুদিন আগে বিয়ে বিচ্ছেদ হয় তাঁর। সে কারণে মিষ্টির সঙ্গে ফেরদৌসের বিবাদের সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা আছে।’
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ‘মঙ্গলবার বিকেলে ফেরদৌস মিয়ার মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক দ্বিতীয় স্ত্রী মিষ্টি আক্তারকে আটক করা হয়েছে। আগামীকাল বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টার খেত থেকে ফেরদৌস মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক স্ত্রীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নে গামারিয়া গ্রামে ভুট্টার খেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস মিয়া উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস গত রোববার রাতে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে থানায় জিডি করে তাঁর পরিবার। মঙ্গলবার গামারিয়া গ্রামের মারুফ নামের একজন ভুট্টা খেতে আংশিক মাটিতে পুতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ফেরদৌস মিয়ার প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, তাঁর স্বামী তাঁকে ছাড়াও মিষ্টি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পূর্বে তাঁর স্বামী ফেরদৌস মিয়ার সঙ্গে মিষ্টি আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনার প্রতিশোধ নিতেই মিষ্টি আক্তার ও তাঁর পরিবার মিলে ফেরদৌস মিয়াকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি।
দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুজ্জামান খান বলেন, ‘নিহত ফেরদৌসের দ্বিতীয় পক্ষের স্ত্রী মিষ্টি আক্তারের সঙ্গে কিছুদিন আগে বিয়ে বিচ্ছেদ হয় তাঁর। সে কারণে মিষ্টির সঙ্গে ফেরদৌসের বিবাদের সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা আছে।’
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ‘মঙ্গলবার বিকেলে ফেরদৌস মিয়ার মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সাবেক দ্বিতীয় স্ত্রী মিষ্টি আক্তারকে আটক করা হয়েছে। আগামীকাল বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে