Ajker Patrika

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 
আরিফ হোসেন ও ফয়জুল করিম হীরা। ছবি: আজকের পত্রিকা
আরিফ হোসেন ও ফয়জুল করিম হীরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশীর অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে বিয়ের প্রলোভনে উত্ত্যক্ত করতেন। রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন করতেন আরিফ হোসেন।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী ১৬ বছর বয়সী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ১৩ বছর বয়সী ফয়জুল করিম হীরা মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশবাগানে নিয়ে যান। ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, এই ঘটনায় ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর বাবা। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত