মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মিতু আক্তার (১৮) নামের এ নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বজনদের অভিযোগ স্বামী পছন্দ না হওয়া আত্মহত্যা করেছেন মিতু।
আজ সোমবার বিকেল ৩টায় মাহমুদপুর ইউনিয়নে আগপয়লা ঢেংগে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাস আগে বিয়ে হয় মিতুর। বিয়ের পর এক সপ্তাহ স্বামীর বাড়িতে থাকার পর বাবার বাড়িতে আসেন মিতু। আজ তাঁর স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১টা দিকে পরিবারের অজান্তে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁর ঘরের দরজা বন্ধ দেখে অন্য রুম দিয়ে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃতের বড় ভাই সুমন মিয়া বলেন, ‘গত এক মাস আগে সুমিকে বিয়ে দেই। দুই সপ্তাহ আগে শ্বশুরবাড়ি থেকে সে আমাদের বাড়িতে আসে। আজ দুপুরে তাঁকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি লোকজন আসার কথা ছিল। তাঁরা আসার আগেই ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আমার বোন।’
মিতুর ভাই আরও বলেন, ‘বিয়ে দেওয়ার পর থেকেই জামাইকে পছন্দ করত না মিতু। পছন্দ না হওয়া এবং আজ নিতে আসার জন্যই আত্মহত্যা করেছে সে।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলায় মিতু আক্তার (১৮) নামের এ নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বজনদের অভিযোগ স্বামী পছন্দ না হওয়া আত্মহত্যা করেছেন মিতু।
আজ সোমবার বিকেল ৩টায় মাহমুদপুর ইউনিয়নে আগপয়লা ঢেংগে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাস আগে বিয়ে হয় মিতুর। বিয়ের পর এক সপ্তাহ স্বামীর বাড়িতে থাকার পর বাবার বাড়িতে আসেন মিতু। আজ তাঁর স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১টা দিকে পরিবারের অজান্তে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁর ঘরের দরজা বন্ধ দেখে অন্য রুম দিয়ে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃতের বড় ভাই সুমন মিয়া বলেন, ‘গত এক মাস আগে সুমিকে বিয়ে দেই। দুই সপ্তাহ আগে শ্বশুরবাড়ি থেকে সে আমাদের বাড়িতে আসে। আজ দুপুরে তাঁকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি লোকজন আসার কথা ছিল। তাঁরা আসার আগেই ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আমার বোন।’
মিতুর ভাই আরও বলেন, ‘বিয়ে দেওয়ার পর থেকেই জামাইকে পছন্দ করত না মিতু। পছন্দ না হওয়া এবং আজ নিতে আসার জন্যই আত্মহত্যা করেছে সে।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ সেকেন্ড আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
২৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে