Ajker Patrika

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

জামালপুর প্রতিনিধি 
আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭: ২২
জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা
জামালপুর জেলা জজ আদালতের পিপির কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা। ছবি: আজকের পত্রিকা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামান গামার অপসারণ চেয়ে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আনিসুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের নেতারা তাঁর কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তাঁর সহকারীদের বের করে দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আনিসুজ্জামানের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে পিপি আনিসুজ্জামানকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এরপরও তিনি পদত্যাগ না করায় আজ তাঁর কার্যালয় কক্ষে তালা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি গোলাম নবী বলেন, আনিসুজ্জামান আইনজীবী ফোরামের বাইরে ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তিনি নানা দুর্নীতিতে জড়িত গেছেন। তিনি বিরোধী দলের নেতাদের মামলায় টাকা নিচ্ছেন। তাঁর ব্যবহারও আপত্তিজনক।

জানতে চাইলে পিপি আনিসুজ্জামান বলেন, ‘আমি সরকারি নিয়োগপ্রাপ্ত। আমার কোনো দুর্নীতি নাই, অনিয়ম নাই। থাকলে সরকার দেখবে। কিন্তু গোলাম নবী পিপি হতে চেয়েছিল, মোবারক অতিরিক্ত পিপি হতে চেয়েছিল। পারে নাই, তারাই এ কাজগুলো করছে। ওরা মব সৃষ্টিকারী, ওরা এভাবে আদালতকে কুক্ষিগত করতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত