জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার কিনতে এসে পাচ্ছেন না। সাত দিন ধরে এ অবস্থা চলছে। আজ সোমবার নান্দিনা বাজারে ডিলারের দোকানে এসে সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বেলা ১০টার দিকে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করেন।
অবরোধের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক জিয়াউল হক জানান, সাত দিন ধরে ঘুরছেন। কোনো ডিলারের কাছে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলারেরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।
আজ নান্দিনা বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা। কৃষকেরা সার নিতে আসলে সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছেন না, ডিলারেরা তাঁদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিয়ে দেওয়া হয়। ঘোড়াকান্দা এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা কৃষকেরা দ্রুত খোলা মাঠে সার দেওয়ার দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলী বলেন, ‘সার আসতে কিছু সময় লাগছে। গতকাল সার এসেছে, আজ দিচ্ছি। বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সংবাদ পেয়ে গোণ্ডগোল সৃষ্টি করছে।’
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, ‘এরই মধ্যে বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেওয়ার জন্য। আজ রানাগাছায় সার বিতরণ শুরু হবে।’

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার কিনতে এসে পাচ্ছেন না। সাত দিন ধরে এ অবস্থা চলছে। আজ সোমবার নান্দিনা বাজারে ডিলারের দোকানে এসে সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বেলা ১০টার দিকে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করেন।
অবরোধের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক জিয়াউল হক জানান, সাত দিন ধরে ঘুরছেন। কোনো ডিলারের কাছে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলারেরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।
আজ নান্দিনা বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা। কৃষকেরা সার নিতে আসলে সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছেন না, ডিলারেরা তাঁদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিয়ে দেওয়া হয়। ঘোড়াকান্দা এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা কৃষকেরা দ্রুত খোলা মাঠে সার দেওয়ার দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলী বলেন, ‘সার আসতে কিছু সময় লাগছে। গতকাল সার এসেছে, আজ দিচ্ছি। বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সংবাদ পেয়ে গোণ্ডগোল সৃষ্টি করছে।’
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, ‘এরই মধ্যে বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেওয়ার জন্য। আজ রানাগাছায় সার বিতরণ শুরু হবে।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৫ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৯ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪০ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে