হবিগঞ্জ প্রতিনিধি

দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ২০০৬ সালের ৮ নভেম্বর তাঁর বাবা সাংবাদিক কামরুল হাসান আলীম সন্ত্রাসী হামলায় নিহত হন।
এ বিষয়ে সাংবাদিক ছনি চৌধুরী বলেন, ২২ জুন সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে নানাবাড়ি যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে জানালার পাশে বসা অবস্থায় দুর্বৃত্তরা দা দিয়ে তাঁকে কোপ দেয়। কিন্তু কোপটি জানালার গ্রিলে লাগলে তিনি বেঁচে যান।
এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ছনি চৌধুরী বলেন, ‘২০০৬ সালে আমার সাংবাদিক বাবা কামরুল হাসান আলীমকে হত্যা করা হয়। বাবার আদর্শের জায়গা থেকে আমিও এই পেশায় সম্পৃক্ত হই। পেশাগত কারণে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার ফলে ২০২০ সালে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।’
ছনি বলেন, এ বিষয়ে ২০২০ সালের ৯ মে এবং পরে আবার ওই বছরেরই ২৩ আগস্ট থানায় জিডি করি। সর্বশেষ ঘটনায় গত শনিবার নবীগঞ্জ থানায় আরেকটি জিডি করেছি। আগের দুটি জিডির তদন্ত না হওয়ায় আমার ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপর সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক আজকের পত্রিকার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ২০০৬ সালের ৮ নভেম্বর তাঁর বাবা সাংবাদিক কামরুল হাসান আলীম সন্ত্রাসী হামলায় নিহত হন।
এ বিষয়ে সাংবাদিক ছনি চৌধুরী বলেন, ২২ জুন সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে নানাবাড়ি যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে জানালার পাশে বসা অবস্থায় দুর্বৃত্তরা দা দিয়ে তাঁকে কোপ দেয়। কিন্তু কোপটি জানালার গ্রিলে লাগলে তিনি বেঁচে যান।
এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ছনি চৌধুরী বলেন, ‘২০০৬ সালে আমার সাংবাদিক বাবা কামরুল হাসান আলীমকে হত্যা করা হয়। বাবার আদর্শের জায়গা থেকে আমিও এই পেশায় সম্পৃক্ত হই। পেশাগত কারণে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার ফলে ২০২০ সালে মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়।’
ছনি বলেন, এ বিষয়ে ২০২০ সালের ৯ মে এবং পরে আবার ওই বছরেরই ২৩ আগস্ট থানায় জিডি করি। সর্বশেষ ঘটনায় গত শনিবার নবীগঞ্জ থানায় আরেকটি জিডি করেছি। আগের দুটি জিডির তদন্ত না হওয়ায় আমার ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপর সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে