হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।
ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।
আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।
ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।

হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।
ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।
আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।
ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১৫ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৯ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৩০ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩৮ মিনিট আগে