হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী মাসুমা আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আবারও মানববন্ধন করা হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, উবায়েদ উল্লাহ, আবজল মেম্বার, এখলাছ সিরাজী প্রমুখ।
মাসুমা আক্তার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে। সে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাসুমার বাবা জানান, ২৪ ফেব্রুয়ারি বিকেলে মাসুমা স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন স্থানীয় কয়েকজন তরুণ। মাসুমা এ অপমান সইতে না পেরে ওই দিন সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করে। এই ঘটনায় তিনি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটজনের নামে গত রোববার মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন নয়ন পাঠান (২০), আরমান মিয়া (২০), বিজয় মিয়া (২০), ইমন মিয়া (২৩), আ. হামিদ (৪৮), শাকিল মিয়া (২৪), করিম মিয়া (২৫) ও মনির মিয়া (৩০)।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মল চক্রবর্তী ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (২৫) নামের এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী মাসুমা আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আবারও মানববন্ধন করা হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, উবায়েদ উল্লাহ, আবজল মেম্বার, এখলাছ সিরাজী প্রমুখ।
মাসুমা আক্তার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে। সে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাসুমার বাবা জানান, ২৪ ফেব্রুয়ারি বিকেলে মাসুমা স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন স্থানীয় কয়েকজন তরুণ। মাসুমা এ অপমান সইতে না পেরে ওই দিন সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করে। এই ঘটনায় তিনি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটজনের নামে গত রোববার মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন নয়ন পাঠান (২০), আরমান মিয়া (২০), বিজয় মিয়া (২০), ইমন মিয়া (২৩), আ. হামিদ (৪৮), শাকিল মিয়া (২৪), করিম মিয়া (২৫) ও মনির মিয়া (৩০)।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মল চক্রবর্তী ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (২৫) নামের এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৪৩ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে