হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন ঘণ্টাব্যাপী চলা দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে সাইকুল মিয়া (৩৮) নামে একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপাশা গ্রামের আব্দুল হাসিম ও লেবু হাজির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে আব্দুল হাসিম পক্ষের এক কিশোরের সঙ্গে লেবু হাজি পক্ষের একজনের ঝগড়া হয়। ঝগড়ার জেরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাময়িকভাবে মীমাংসা করেন।
এ ঘটনার জেরে আজ সকাল ৭টার দিকে আবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে ১৩টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের লোক ছাড়াও ইটপাটকেলের আঘাতে সাত-আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। বাকি আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন ঘণ্টাব্যাপী চলা দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে সাইকুল মিয়া (৩৮) নামে একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপাশা গ্রামের আব্দুল হাসিম ও লেবু হাজির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে আব্দুল হাসিম পক্ষের এক কিশোরের সঙ্গে লেবু হাজি পক্ষের একজনের ঝগড়া হয়। ঝগড়ার জেরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাময়িকভাবে মীমাংসা করেন।
এ ঘটনার জেরে আজ সকাল ৭টার দিকে আবার দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে ১৩টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের লোক ছাড়াও ইটপাটকেলের আঘাতে সাত-আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় নারী, পুরুষ, পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে। বাকি আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩২ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে