Ajker Patrika

হবিগঞ্জে খড়ের গাদা থেকে পড়ে কৃষকের মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৮: ২৯
হবিগঞ্জে খড়ের গাদা থেকে পড়ে কৃষকের মৃত্যু 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খড়ের গাদা থেকে নিচে পড়ে জালাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিরাট ভাটিপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান তোলার পর মঙ্গলবার সকালে নিজের পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে ধানের খড়ের গাদা তৈরি করছিলেন জালাল মিয়া। দুপুরে খড়ের গাদার ওপরে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে নিচে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ দাস জানান, মাথায় আঘাত পাওয়ার ফলে অভ্যন্তরীণ রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে ওই কৃষকের। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জালাল মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত