উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিহতদের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও তাঁরা দেননি। এখন প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রথমে চারজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা; উদ্বেগ জানায় মানবাধিকারকর্মীরা।
এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
‘যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘অনেক সাংবাদিক জীবন বাজি রেখে গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই। এর ফলে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’
গোপালগঞ্জের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে দায়টা আসলে কার। তারা পুরো বিষয় সবার সামনে তুলে ধরবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলত এটি পরিদর্শন করা হয়েছে। যারা বিদেশে যাওয়া-আসা করে, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না—এসব দেখার জন্য আজকে পরিদর্শনে এসেছি।’
তিনি বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এটির কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।
‘তৃতীয় টার্মিনালের কর্মক্ষমতা অনেক বেশি। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রমুখ।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না হওয়ার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিহতদের স্বজনেরা লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও তাঁরা দেননি। এখন প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।
আজ শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রথমে চারজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন নিহত হন। সহিংসতায় নিহত সবার মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করা হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা; উদ্বেগ জানায় মানবাধিকারকর্মীরা।
এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
‘যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘অনেক সাংবাদিক জীবন বাজি রেখে গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই। এর ফলে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’
গোপালগঞ্জের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে দায়টা আসলে কার। তারা পুরো বিষয় সবার সামনে তুলে ধরবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই মূলত এটি পরিদর্শন করা হয়েছে। যারা বিদেশে যাওয়া-আসা করে, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না—এসব দেখার জন্য আজকে পরিদর্শনে এসেছি।’
তিনি বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকা খুবই সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এটির কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ হয়েছে। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে—এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।
‘তৃতীয় টার্মিনালের কর্মক্ষমতা অনেক বেশি। বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে আগে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়।’
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে