গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘সংসদে ৬২ জনকে যদি মোর্চার সুযোগ দেওয়া হয়, তাহলে বিরোধী দলের ১১ জনের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব’, এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।
আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন শাখার দায়িত্বে আছি। দল থেকে (আওয়ামী লীগ) যখন আহ্বান করা হয়েছে, আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলের কোনো আপত্তি থাকবে না। সেই আহ্বানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
‘আমাদের (স্বতন্ত্র) ৬২ জনকে যেন একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, আমরা সবাই মিলে স্পিকারের কাছে সেই আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, উন্নয়ন ও ঘাটতি তুলে ধরব। আমি মনে করি, বিরোধী দলের যে ১১ জন আছেন, তাঁদের চেয়ে সংসদে ভালো ভূমিকা রাখতে পারব।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শোষণহীন সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। সর্বোপরি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
আজাদ বলেন, ‘ফরিদপুর-৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস আছে, সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহাই দেওয়া। পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে প্রচেষ্টা নেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি ফরিদপুরে একটা শিল্পপার্ক গড়ে তুলব। ভোলার থেকে আমাদের যে গ্যাস আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে ঢাকা সরবরাহ করা সম্ভব নয়। সে কারণে এলপিজির মাধ্যমে ফরিদপুরে আমরা গ্যাস নিয়ে আসব। তাতে করে এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এই ২১টি জেলার মানুষের চাকরির জন্য আর ঢাকা যেতে হবে না। ছেলে-মেয়েরা পাস করার পর ফরিদপুরেই চাকরি পাবে।’
এর আগে বেলা ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‘সংসদে ৬২ জনকে যদি মোর্চার সুযোগ দেওয়া হয়, তাহলে বিরোধী দলের ১১ জনের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব’, এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।
আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন শাখার দায়িত্বে আছি। দল থেকে (আওয়ামী লীগ) যখন আহ্বান করা হয়েছে, আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলের কোনো আপত্তি থাকবে না। সেই আহ্বানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
‘আমাদের (স্বতন্ত্র) ৬২ জনকে যেন একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, আমরা সবাই মিলে স্পিকারের কাছে সেই আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, উন্নয়ন ও ঘাটতি তুলে ধরব। আমি মনে করি, বিরোধী দলের যে ১১ জন আছেন, তাঁদের চেয়ে সংসদে ভালো ভূমিকা রাখতে পারব।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শোষণহীন সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। সর্বোপরি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
আজাদ বলেন, ‘ফরিদপুর-৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস আছে, সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহাই দেওয়া। পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে প্রচেষ্টা নেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি ফরিদপুরে একটা শিল্পপার্ক গড়ে তুলব। ভোলার থেকে আমাদের যে গ্যাস আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে ঢাকা সরবরাহ করা সম্ভব নয়। সে কারণে এলপিজির মাধ্যমে ফরিদপুরে আমরা গ্যাস নিয়ে আসব। তাতে করে এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এই ২১টি জেলার মানুষের চাকরির জন্য আর ঢাকা যেতে হবে না। ছেলে-মেয়েরা পাস করার পর ফরিদপুরেই চাকরি পাবে।’
এর আগে বেলা ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে