টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’
খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
র্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় র্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’
খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।
র্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় র্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৬ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৮ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে