কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘আমরা এখন কোন পথ দিয়ে ঘর থেকে বের হব? প্রতিবেশী জোর করে আমাদের যাতায়াতের পথে ঘর তুলে আমাদেরকে ঘরবন্দী করে রেখেছে। আমাদের এখন বাড়ি থেকে বাইরে বের হতে হলে, এখন আমার স্বামীর কবরের ওপর দিয়ে বের হতে হবে’
কথাগুলো গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের করফা গ্রামের মৃত মহসিন গাজীর স্ত্রী পেয়ারা বেগমের (৬৩)।
এ ঘটনায় পেয়ারা বেগম বাদী হয়ে গতকাল রোববার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মিল্লাত শেখ (৪০) ও মিল্লাতের ভগ্নিপতি ফয়সাল শেখ (৪৫) তাঁর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
স্থানীয়রা বলছে, পেয়ারা বেগম তাঁর ছেলে-মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর ভিটায় ৫৭ শতাংশ জায়গার ওপর পাকা ভবন নির্মাণ বসবাস করে আসছেন। গত কয়েক মাস ধরে একই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে প্রভাবশালী মিল্লাত শেখ ও টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে ফয়সাল শেখ এই বসতভিটার ৩৮ শতাংশ জায়গা নিজেদের বলে দাবি করেন।
এরই সূত্র ধরে গত শুক্রবার (৫ মে) মিল্লাত শেখ ও ফয়সাল শেখ লোকজন নিয়ে পেয়ারা বেগমের বাড়ির প্রবেশ পথে ঘর তুলে তাদের যাতায়েতের পথ বন্ধ করে দেন। এর ফলে গত তিন দিন ধরে ওই পরিবারের ৯ জন সদস্য ঘরবন্দী অবস্থায় রয়েছে। তারা এখন তাদের জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না।
পেয়ারা বেগমের ছেলে মিন্টু গাজী (৩৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পৈতৃক ভিটায় বসবাস করছি। এখানে রয়েছে আমার বাপ দাদার কবর। মিল্লাত শেখ ও ফয়সাল শেখ অবৈধভাবে, জোর করে আমার এই বাপ-দাদার ভিটার ৩৮ শতাংশ জায়গা দখল করে নিয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত ২০ ফেব্রুয়ারি আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা সেই রায়কে অমান্য করে জোরপূর্বক ঘর তুলে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।’
মিন্টু গাজীর স্ত্রী মিম আক্তার (২০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের যাতায়াতের পথে ঘর তোলার সময় আমরা বাঁধা দিয়েছিলাম। এই বাঁধা না মেনে মিল্লাত শেখ ও ফয়সাল শেখ তাদের লোকজন নিয়ে জোর করে ঘর তুলেছে। আমরা বাঁধা দিলে তারা তখন আমাদেরকে মারধর ও জীবননাশের হুমকি দেয়। আমরা এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে অভিযুক্ত মিল্লাত শেখের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পেয়ারা বেগম বা তাঁর ছেলে মিন্টু গাজীর জায়গা দখল করিনি। আমরা গত শুক্রবার আমাদের কেনা জায়গায় ঘর নির্মাণ করেছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পেয়ারা বেগমের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘আমরা এখন কোন পথ দিয়ে ঘর থেকে বের হব? প্রতিবেশী জোর করে আমাদের যাতায়াতের পথে ঘর তুলে আমাদেরকে ঘরবন্দী করে রেখেছে। আমাদের এখন বাড়ি থেকে বাইরে বের হতে হলে, এখন আমার স্বামীর কবরের ওপর দিয়ে বের হতে হবে’
কথাগুলো গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের করফা গ্রামের মৃত মহসিন গাজীর স্ত্রী পেয়ারা বেগমের (৬৩)।
এ ঘটনায় পেয়ারা বেগম বাদী হয়ে গতকাল রোববার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মিল্লাত শেখ (৪০) ও মিল্লাতের ভগ্নিপতি ফয়সাল শেখ (৪৫) তাঁর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
স্থানীয়রা বলছে, পেয়ারা বেগম তাঁর ছেলে-মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর ভিটায় ৫৭ শতাংশ জায়গার ওপর পাকা ভবন নির্মাণ বসবাস করে আসছেন। গত কয়েক মাস ধরে একই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে প্রভাবশালী মিল্লাত শেখ ও টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে ফয়সাল শেখ এই বসতভিটার ৩৮ শতাংশ জায়গা নিজেদের বলে দাবি করেন।
এরই সূত্র ধরে গত শুক্রবার (৫ মে) মিল্লাত শেখ ও ফয়সাল শেখ লোকজন নিয়ে পেয়ারা বেগমের বাড়ির প্রবেশ পথে ঘর তুলে তাদের যাতায়েতের পথ বন্ধ করে দেন। এর ফলে গত তিন দিন ধরে ওই পরিবারের ৯ জন সদস্য ঘরবন্দী অবস্থায় রয়েছে। তারা এখন তাদের জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না।
পেয়ারা বেগমের ছেলে মিন্টু গাজী (৩৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পৈতৃক ভিটায় বসবাস করছি। এখানে রয়েছে আমার বাপ দাদার কবর। মিল্লাত শেখ ও ফয়সাল শেখ অবৈধভাবে, জোর করে আমার এই বাপ-দাদার ভিটার ৩৮ শতাংশ জায়গা দখল করে নিয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত ২০ ফেব্রুয়ারি আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা সেই রায়কে অমান্য করে জোরপূর্বক ঘর তুলে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে।’
মিন্টু গাজীর স্ত্রী মিম আক্তার (২০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের যাতায়াতের পথে ঘর তোলার সময় আমরা বাঁধা দিয়েছিলাম। এই বাঁধা না মেনে মিল্লাত শেখ ও ফয়সাল শেখ তাদের লোকজন নিয়ে জোর করে ঘর তুলেছে। আমরা বাঁধা দিলে তারা তখন আমাদেরকে মারধর ও জীবননাশের হুমকি দেয়। আমরা এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে অভিযুক্ত মিল্লাত শেখের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পেয়ারা বেগম বা তাঁর ছেলে মিন্টু গাজীর জায়গা দখল করিনি। আমরা গত শুক্রবার আমাদের কেনা জায়গায় ঘর নির্মাণ করেছি।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পেয়ারা বেগমের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে