টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হত্যাচেষ্টা মামলার আসামি দুই যুবককে নাবালক দেখিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন আসামিদের হামলায় গুরুতর জখম আহাদ শেখের ছেলে ফরমান শেখ। ২০২২ সালের ১৩ মে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে ফরমান শেখ বলেন, ২০২২ সালের ১৩ মে বিকেলে নতুন বাজারে ইলিশ বিক্রি করছিলেন ইয়াছিন শেখ (৩৮)। তখন গিমাডাঙ্গা চরপাড়ার কুদরত ফকির (২২) ও রিয়াজুল ফকির (২৩) ইয়াছিনের কাছে বাকিতে ইলিশ কিনতে চান। বাকিতে ইলিশ বিক্রি করতে না চাইলে তাঁকে গালাগাল করেন দুই যুবক। এ নিয়ে কথাকাটাকাটির পর স্থানীয়রা মীমাংসা করে দিলে তারা চলে যায়।
তিনি আরও বলেন, কিন্তু কিছু সময় পর ওই দুই যুবক বেশ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াসছিনের ওপর আক্রমণ করে। তখন খবর পেয়ে ইয়াসিনের চাচাতো ভাই আহাদ আলী শেখ সেখানে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আঘাতে মাথা দুই ভাগ হয়ে যাওয়া অবস্থায় স্থানীয়রা তাঁকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরমান আরও বলেন, ‘এই ঘটনায় তাঁর মা নূরজাহান বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আফজাল শাহীন কোনো আসামিকে গ্রেপ্তার করেননি। বরং আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাদীর সই নকল করে ছয়জনকে বাদ ও প্রধান দুই আসামিকে নাবালক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা বাড়ি না থাকা অবস্থায় কাজী আফজাল শাহীন আমার বাবার কাছ থেকে নিজের সুবিধামতো জবানবন্দি রেকর্ড করে নিয়ে যান। বর্তমানে টুঙ্গিপাড়া থানা থেকে বদলি হয়ে তিনি নারায়ণগঞ্জে ডিবিতে কর্মরত। মামলা থেকে নাম কেটে দেওয়া ছয় আসামি প্রতিনিয়ত আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তাই ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করছি।’
ফরমান শেখ আরও বলেন, মামলার বাদী নুরজাহান বেগম অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। পরে সেই মামলার তদন্তভার পায় পিবিআই। কিন্তু পিবিআইও প্রধান দুই আসামির বয়স সংশোধন করেনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত কাজী আফজাল শাহিন বলেন, ‘যেসব অভিযোগ করা হয়েছে, সেসব ভিত্তিহীন। অভিযুক্তদের জন্ম নিবন্ধন পাওয়ার পরই অভিযোগপত্রে কুদরত ফকিরের বয়স ১৫ ও রিয়াজুল ফকিরের বয়স ১৭ দিয়েছি। এ ছাড়া পিবিআইও তাদের অনুসন্ধানে বয়স একই লিখেছে।’
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন হলো আমি টুঙ্গিপাড়া থানায় যোগদান করেছি। আগের মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হত্যাচেষ্টা মামলার আসামি দুই যুবককে নাবালক দেখিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন আসামিদের হামলায় গুরুতর জখম আহাদ শেখের ছেলে ফরমান শেখ। ২০২২ সালের ১৩ মে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে ফরমান শেখ বলেন, ২০২২ সালের ১৩ মে বিকেলে নতুন বাজারে ইলিশ বিক্রি করছিলেন ইয়াছিন শেখ (৩৮)। তখন গিমাডাঙ্গা চরপাড়ার কুদরত ফকির (২২) ও রিয়াজুল ফকির (২৩) ইয়াছিনের কাছে বাকিতে ইলিশ কিনতে চান। বাকিতে ইলিশ বিক্রি করতে না চাইলে তাঁকে গালাগাল করেন দুই যুবক। এ নিয়ে কথাকাটাকাটির পর স্থানীয়রা মীমাংসা করে দিলে তারা চলে যায়।
তিনি আরও বলেন, কিন্তু কিছু সময় পর ওই দুই যুবক বেশ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াসছিনের ওপর আক্রমণ করে। তখন খবর পেয়ে ইয়াসিনের চাচাতো ভাই আহাদ আলী শেখ সেখানে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আঘাতে মাথা দুই ভাগ হয়ে যাওয়া অবস্থায় স্থানীয়রা তাঁকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরমান আরও বলেন, ‘এই ঘটনায় তাঁর মা নূরজাহান বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আফজাল শাহীন কোনো আসামিকে গ্রেপ্তার করেননি। বরং আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাদীর সই নকল করে ছয়জনকে বাদ ও প্রধান দুই আসামিকে নাবালক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা বাড়ি না থাকা অবস্থায় কাজী আফজাল শাহীন আমার বাবার কাছ থেকে নিজের সুবিধামতো জবানবন্দি রেকর্ড করে নিয়ে যান। বর্তমানে টুঙ্গিপাড়া থানা থেকে বদলি হয়ে তিনি নারায়ণগঞ্জে ডিবিতে কর্মরত। মামলা থেকে নাম কেটে দেওয়া ছয় আসামি প্রতিনিয়ত আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তাই ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করছি।’
ফরমান শেখ আরও বলেন, মামলার বাদী নুরজাহান বেগম অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। পরে সেই মামলার তদন্তভার পায় পিবিআই। কিন্তু পিবিআইও প্রধান দুই আসামির বয়স সংশোধন করেনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত কাজী আফজাল শাহিন বলেন, ‘যেসব অভিযোগ করা হয়েছে, সেসব ভিত্তিহীন। অভিযুক্তদের জন্ম নিবন্ধন পাওয়ার পরই অভিযোগপত্রে কুদরত ফকিরের বয়স ১৫ ও রিয়াজুল ফকিরের বয়স ১৭ দিয়েছি। এ ছাড়া পিবিআইও তাদের অনুসন্ধানে বয়স একই লিখেছে।’
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন হলো আমি টুঙ্গিপাড়া থানায় যোগদান করেছি। আগের মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে