টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের মোট আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল শেখ।
বহিষ্কৃতরা হলেন কুশলী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দুলাল গাজী ও সদস্য শেখ কদর আলী; বর্নি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার; গোপালপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুশেন সেন, সদস্য অরুন বাইন ও ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রিকো কবিরাজ; পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের আজকের পত্রিকাকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুসারে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
আবুল বাশার আরও বলেন, ডুমুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র ২ প্রার্থী হাসমত আলী কিনু ও সুখময় বাইন চইন্ঠা দলীয় মনোনয়ন চাননি। তা ছাড়া দলীয় কোনো পদ-পদবি না থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি আজকের পত্রিকাকে বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নৌকার বিপক্ষে অবস্থান করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের মোট আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল শেখ।
বহিষ্কৃতরা হলেন কুশলী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দুলাল গাজী ও সদস্য শেখ কদর আলী; বর্নি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খালিদ হোসেন জমাদ্দার; গোপালপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুশেন সেন, সদস্য অরুন বাইন ও ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি রিকো কবিরাজ; পাটগাতী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের আজকের পত্রিকাকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুসারে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
আবুল বাশার আরও বলেন, ডুমুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র ২ প্রার্থী হাসমত আলী কিনু ও সুখময় বাইন চইন্ঠা দলীয় মনোনয়ন চাননি। তা ছাড়া দলীয় কোনো পদ-পদবি না থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি আজকের পত্রিকাকে বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ দলীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নৌকার বিপক্ষে অবস্থান করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে