গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে