গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে।
নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে।
ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
১৮ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৫ মিনিট আগে