গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২০ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে