গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২০ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
২৩ মিনিট আগে