গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম।
আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপালগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুয়াশুর গ্রামে আজ সকাল সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
সংঘর্ষে তিনটি দোকান এবং রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত ফিরোজ শেখ (৬৫), রুবেল শেখ (৩৫), বিপ্লব শেখ (৩০), তানিয়া আক্তার (২২), শামিম শেখ (৩৫), রসুল শেখ (৩০), কাদু শেখসহ (৫০) প্রায় ২০ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মোচনা ইউপির চেয়ারম্যান এমদাদ মোল্লাকে থানায় আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৭ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে