গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপরিচালক (পউও) ও প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত এবং একইসঙ্গে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গতকাল বুধবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত বছর ডিসেম্বর মাসের ৯ তারিখে অনুষ্ঠিত ৩৭ তম রিজেন্ট বোর্ডের সবার সিদ্ধান্তে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর খন্দকার নাসির উদ্দিনের সময়ে আসবাবপত্র, কম্পিউটারসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয়ের বিল ভাউচার ও প্রস্তাবিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়। কমিটির লোকজন সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ে জন্য খুলনা শিপইয়ার্ডে যায়। তাঁদেরকে সহযোগিতা করতে তুহিন মাহমুদকে সেখানে উপস্থিত থাকার জন্য ট্রেজারার নির্দেশ দেন। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি।
এতে ওই কমিটির সদস্যদের তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা যাচাইয়ে চরম অবহেলা ও অসহযোগিতা করেছেন বলে ওই তদন্ত কমিটির সদস্য মো. ফরিদুল আলম অভিযোগ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুল আলম অভিযোগ করেন যে, তুহিন মাহমুদ উপাচার্যের অনুমোদন ছাড়াই বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ক্রয় কার্যাদেশ সংক্রান্ত অফিস আদেশসহ বিভিন্ন ধরনের পত্র জারি করেছেন, যা সরকারি কর্মচারী আইন পরিপন্থি বলে রিজেন্ট বোর্ডের সব সদস্য একমত হয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো এবং একইসঙ্গে সব প্রকার দপ্তরের কার্যক্রম থেকে তাঁকে বিরত থাকার জন্য বলা হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপরিচালক (পউও) ও প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত এবং একইসঙ্গে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গতকাল বুধবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত বছর ডিসেম্বর মাসের ৯ তারিখে অনুষ্ঠিত ৩৭ তম রিজেন্ট বোর্ডের সবার সিদ্ধান্তে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর খন্দকার নাসির উদ্দিনের সময়ে আসবাবপত্র, কম্পিউটারসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয়ের বিল ভাউচার ও প্রস্তাবিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়। কমিটির লোকজন সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ে জন্য খুলনা শিপইয়ার্ডে যায়। তাঁদেরকে সহযোগিতা করতে তুহিন মাহমুদকে সেখানে উপস্থিত থাকার জন্য ট্রেজারার নির্দেশ দেন। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি।
এতে ওই কমিটির সদস্যদের তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা যাচাইয়ে চরম অবহেলা ও অসহযোগিতা করেছেন বলে ওই তদন্ত কমিটির সদস্য মো. ফরিদুল আলম অভিযোগ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুল আলম অভিযোগ করেন যে, তুহিন মাহমুদ উপাচার্যের অনুমোদন ছাড়াই বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ক্রয় কার্যাদেশ সংক্রান্ত অফিস আদেশসহ বিভিন্ন ধরনের পত্র জারি করেছেন, যা সরকারি কর্মচারী আইন পরিপন্থি বলে রিজেন্ট বোর্ডের সব সদস্য একমত হয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো এবং একইসঙ্গে সব প্রকার দপ্তরের কার্যক্রম থেকে তাঁকে বিরত থাকার জন্য বলা হলো।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২২ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে