গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১৬ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩৬ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে