কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী (৬০) গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম।
এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার পরে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ছিনতাইকারী ও চোর। তাঁর বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
অটোরিকশা চালক নয়ন (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তাঁর এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশা চালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তাঁর অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে পিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাঁকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ গতকাল শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দেলোয়ার হোসেনের নামে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. ফায়েজুর রহমান।

গাজীপুরের কালীগঞ্জে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী (৬০) গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম।
এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার পরে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ছিনতাইকারী ও চোর। তাঁর বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
অটোরিকশা চালক নয়ন (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তাঁর এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশা চালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তাঁর অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে পিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাঁকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ গতকাল শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
দেলোয়ার হোসেনের নামে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. ফায়েজুর রহমান।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে