শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বেতন-ভাতার দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার উপজেলার কাওরান বাজারে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় আঞ্চলিক সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) সড়কে কয়েক হাজার শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা যায়, বেতন-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার কাওরান বাজার এলাকার উসমান গ্রুপের মালিকানাধীন টু-পাস ড্রেসেস নামক পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ওই দিন মালিকপক্ষ দুদিনের সময় নেয় বেতন-ভাতা পরিশোধের জন্য। কিন্তু আজ (রোববার) মালিকপক্ষের কোনো লোক না আসায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক নিলুফা আক্তার বলেন, গত বৃহস্পতিবার মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের জন্য তারিখ দেয়। কিন্তু আজও মালিকপক্ষের কোনো লোক আসেনি। কারখানার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য আমরা রাস্তায় নেমে এসেছি।
লায়লী নামের আরেক শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ চায়না মালিকের কাছে কারখানা বিক্রি করে দিয়েছে। চায়না মালিকের লোকজন ইতিমধ্যে কারখানায় প্রবেশ করছে। আমরা আশঙ্কা করছি চায়না মালিক এসে শ্রমিক ছাঁটাই শুরু করবে। এমন কথা জানতে পারছি আমরা। তাই বাধ্য হয়ে রাস্তায় এসেছি। দুদিন সময় নিয়ে আজ সমাধানের কথা। কিন্তু আজ মালিক আসেনি।
শ্রমিক ঝরনা আক্তার বলেন, আজ সকাল ১০টার মধ্যে সমস্যা সমাধানের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নয়ছয় করছে। এদিকে চায়না মালিকের লোকজন কারখানার বিভিন্ন সেকশন বুঝে নিচ্ছে। সরানো হচ্ছে মেশিন যন্ত্রপাতি।
শ্রমিক শ্যামল সরকার বলেন, মালিক কারখানা বন্ধ করবে, বিক্রি করবে; তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের ন্যায্য দাবি তো মানবে। সামনে ঈদ আসছে, এই মুহূর্তে আমাদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হচ্ছে। আজ দাবি আদায় ছাড়া সড়ক থেকে সরব না।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার কারখানার শ্রমিকেরা আন্দোলন করে। আজ সমাধানের কথা ছিল। সেই মোতাবেক আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু এখনো সমাধানে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ। শ্রমিকেরা সড়ক দখল করে বিক্ষোভ করছে। পুলিশের সদস্যরা আসছে, শ্রমিকদের সঙ্গে কথা বলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শ্রমিকেরা রাস্তায় রয়েছে। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

বেতন-ভাতার দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার উপজেলার কাওরান বাজারে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় আঞ্চলিক সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) সড়কে কয়েক হাজার শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা যায়, বেতন-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলার কাওরান বাজার এলাকার উসমান গ্রুপের মালিকানাধীন টু-পাস ড্রেসেস নামক পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ওই দিন মালিকপক্ষ দুদিনের সময় নেয় বেতন-ভাতা পরিশোধের জন্য। কিন্তু আজ (রোববার) মালিকপক্ষের কোনো লোক না আসায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক নিলুফা আক্তার বলেন, গত বৃহস্পতিবার মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের জন্য তারিখ দেয়। কিন্তু আজও মালিকপক্ষের কোনো লোক আসেনি। কারখানার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য আমরা রাস্তায় নেমে এসেছি।
লায়লী নামের আরেক শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ চায়না মালিকের কাছে কারখানা বিক্রি করে দিয়েছে। চায়না মালিকের লোকজন ইতিমধ্যে কারখানায় প্রবেশ করছে। আমরা আশঙ্কা করছি চায়না মালিক এসে শ্রমিক ছাঁটাই শুরু করবে। এমন কথা জানতে পারছি আমরা। তাই বাধ্য হয়ে রাস্তায় এসেছি। দুদিন সময় নিয়ে আজ সমাধানের কথা। কিন্তু আজ মালিক আসেনি।
শ্রমিক ঝরনা আক্তার বলেন, আজ সকাল ১০টার মধ্যে সমস্যা সমাধানের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নয়ছয় করছে। এদিকে চায়না মালিকের লোকজন কারখানার বিভিন্ন সেকশন বুঝে নিচ্ছে। সরানো হচ্ছে মেশিন যন্ত্রপাতি।
শ্রমিক শ্যামল সরকার বলেন, মালিক কারখানা বন্ধ করবে, বিক্রি করবে; তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের ন্যায্য দাবি তো মানবে। সামনে ঈদ আসছে, এই মুহূর্তে আমাদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হচ্ছে। আজ দাবি আদায় ছাড়া সড়ক থেকে সরব না।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার কারখানার শ্রমিকেরা আন্দোলন করে। আজ সমাধানের কথা ছিল। সেই মোতাবেক আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু এখনো সমাধানে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ। শ্রমিকেরা সড়ক দখল করে বিক্ষোভ করছে। পুলিশের সদস্যরা আসছে, শ্রমিকদের সঙ্গে কথা বলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শ্রমিকেরা রাস্তায় রয়েছে। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৮ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে