Ajker Patrika

টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী থেকে অপহৃত শিশু ঝিনাইদহে উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গী থেকে শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের একটি শিশুকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আলিফ। তাকে পাঁচ দিন আগে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ ‎বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন (৪৩), তাঁর স্ত্রী তাহমিনা (৩৭) ও তাঁদের ছেলে কালাম (২২)।

উদ্ধার ‎শিশুটির বাবার নাম মো. কাশেম। শিশুটিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাহারিপাড়া এলাকা থেকে উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

‎সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই টঙ্গী পূর্ব থানায় শিশুটির সন্ধান চেয়ে তার বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ওই এলাকার লোকজনদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কালামকে শনাক্তের পর মিরপুর থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আলিফকে উদ্ধার এবং কালামের সৎবাবা আল আমিন ও মা তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই শিশু অপহরণ চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণের মামলা রয়েছে। তাঁদের শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত