গাজীপুর প্রতিনিধি

রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’
তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’
বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’
তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’
বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।
৯ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।
১১ মিনিট আগে
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না।
১৪ মিনিট আগে