গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ করেছেন সিটি নির্বাচনে আরেক মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
আজ রোববার বিকেলে দুদকে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গণফ্রন্ট মনোনীত এ মেয়র প্রার্থী।
এ বিষয়ে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুদকের আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন, ঠিকানা: ২২৭ / ৬, ছয়দানা, গাজীপুরের রহস্যজনক ৪ কোটি ৬৬ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত জায়েদা খাতুনের নির্বাচনী হলফনামার সঙ্গে দাখিল করা ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্নে দেখা যায়, তিনি ব্যবসার পুঁজি (মূলধনের জের) হিসাবে দেখিয়েছেন ৪ কোটি ৬৬ লাখ টাকা। এই টাকা তিনি কোথায় রেখেছেন বা কোথায় বিনিয়োগ করা আছে বা কোথায় কী ব্যবসা চলে, তা জায়েদা খাতুন তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।
অভিযোগে দাবি করা হয়, জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে তিনি সম্পদের তথ্য গোপন করেছেন। হিসাব গোপন করা অর্থ ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে তাঁর প্রতিকার চেয়েছেন তিনি। সেই সঙ্গে উল্লিখিত টাকাসহ জায়েদা খাতুনের কাছে আরও অবৈধ টাকা রয়েছে, যা তাঁরা দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ করেছেন সিটি নির্বাচনে আরেক মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
আজ রোববার বিকেলে দুদকে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গণফ্রন্ট মনোনীত এ মেয়র প্রার্থী।
এ বিষয়ে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুদকের আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন, ঠিকানা: ২২৭ / ৬, ছয়দানা, গাজীপুরের রহস্যজনক ৪ কোটি ৬৬ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত জায়েদা খাতুনের নির্বাচনী হলফনামার সঙ্গে দাখিল করা ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্নে দেখা যায়, তিনি ব্যবসার পুঁজি (মূলধনের জের) হিসাবে দেখিয়েছেন ৪ কোটি ৬৬ লাখ টাকা। এই টাকা তিনি কোথায় রেখেছেন বা কোথায় বিনিয়োগ করা আছে বা কোথায় কী ব্যবসা চলে, তা জায়েদা খাতুন তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।
অভিযোগে দাবি করা হয়, জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে তিনি সম্পদের তথ্য গোপন করেছেন। হিসাব গোপন করা অর্থ ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে তাঁর প্রতিকার চেয়েছেন তিনি। সেই সঙ্গে উল্লিখিত টাকাসহ জায়েদা খাতুনের কাছে আরও অবৈধ টাকা রয়েছে, যা তাঁরা দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে