
এ বছরই গত মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাভারের 'রানী' নামের একটি খর্বাকৃতির (বামন) গরু। কিন্তু তত দিনে রানী নামের সেই দেশি জাতের বামন গরুটি মারা গেছে। এবার খোঁজ মিলল এমন আরেক রানীর। তবে এই গরুর নাম রানী নয় 'টুনটুনি'। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে আবুল কাশেম নামের এক খামারির বাড়িতে জন্মেছে দেশি জাতের বামন গরুটি। গত বছর সেপ্টেম্বর মাসে জন্মানো টুনটুনির বয়স বছর ঘুরলেও ওজন উচ্চতায় উচ্চতায় বামন হয়ে রয়েছে। গরুটির মালিকসহ স্থানীয়দের দাবি টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লালচে সাদা বর্ণের খর্বাকৃতির একটি বকনা বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। মা গরুটি মুখ নাড়াতেই আবার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে টুনটুনি। গত বছরের সেপ্টেম্বরে এই বকনা বাছুরটির জন্ম হলেও বছর ঘুরে বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টুনটুনি।
গরুর মালিক কৃষক আবুল কাশেম বলেন, 'টুনটুনির ওজন ২১ থেকে ২২ কেজি হবে। উচ্চতা ২০ থেকে ২২ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।' এ ছাড়া তাঁর ছোট বড় সাতটি গরু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে চারটি ষাঁড়, তিনটি গাভি। এই বাছুরটার জন্ম দেওয়া গাভিটার বেশ বয়স হয়ে গেছে। এই পর্যন্ত সে আটটি বাচ্চার জন্ম দিয়েছে।
প্রতিবেশী কামাল হোসেন জানান, 'কদিন আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। আশা করি এটি বিশ্বের সব চেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে।'
এই বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, 'এমন খবর আমাদের জানা নেই। দ্রুত খোঁজ খবর নিয়ে দেখব। আমরা যাচাই বাছাই করে দেখব। এটি যদি সবচেয়ে ছোট গরু হয় তাহলে অবশ্যই গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো।'
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'এমনটি হলে দ্রুত লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। বিস্ময়কর গরুটি দেখতে যাব।'

এ বছরই গত মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাভারের 'রানী' নামের একটি খর্বাকৃতির (বামন) গরু। কিন্তু তত দিনে রানী নামের সেই দেশি জাতের বামন গরুটি মারা গেছে। এবার খোঁজ মিলল এমন আরেক রানীর। তবে এই গরুর নাম রানী নয় 'টুনটুনি'। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে আবুল কাশেম নামের এক খামারির বাড়িতে জন্মেছে দেশি জাতের বামন গরুটি। গত বছর সেপ্টেম্বর মাসে জন্মানো টুনটুনির বয়স বছর ঘুরলেও ওজন উচ্চতায় উচ্চতায় বামন হয়ে রয়েছে। গরুটির মালিকসহ স্থানীয়দের দাবি টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লালচে সাদা বর্ণের খর্বাকৃতির একটি বকনা বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। মা গরুটি মুখ নাড়াতেই আবার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে টুনটুনি। গত বছরের সেপ্টেম্বরে এই বকনা বাছুরটির জন্ম হলেও বছর ঘুরে বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টুনটুনি।
গরুর মালিক কৃষক আবুল কাশেম বলেন, 'টুনটুনির ওজন ২১ থেকে ২২ কেজি হবে। উচ্চতা ২০ থেকে ২২ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।' এ ছাড়া তাঁর ছোট বড় সাতটি গরু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে চারটি ষাঁড়, তিনটি গাভি। এই বাছুরটার জন্ম দেওয়া গাভিটার বেশ বয়স হয়ে গেছে। এই পর্যন্ত সে আটটি বাচ্চার জন্ম দিয়েছে।
প্রতিবেশী কামাল হোসেন জানান, 'কদিন আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। আশা করি এটি বিশ্বের সব চেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে।'
এই বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, 'এমন খবর আমাদের জানা নেই। দ্রুত খোঁজ খবর নিয়ে দেখব। আমরা যাচাই বাছাই করে দেখব। এটি যদি সবচেয়ে ছোট গরু হয় তাহলে অবশ্যই গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো।'
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'এমনটি হলে দ্রুত লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। বিস্ময়কর গরুটি দেখতে যাব।'

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে