টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের নামে মামলা করেছে গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। ৩৯ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন সিজনস ড্রেসেস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আনিসুর রহমান। মামলায় শ্রমিকদের নামে ভাঙচুরেরও অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার বেতনের দাবি জানিয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এতে গতকাল বুধবার থেকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেন। গতকাল সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা বন্ধ পেয়ে টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
দিনভর কারখানা মালিকের সঙ্গে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা যোগাযোগের চেষ্টা করেন। পরে আগামী শনিবার আলোচনা শেষে শ্রমিকদের বেতন প্রদানের তারিখ ঘোষণা করার কথা শ্রমিকদের জানানো হয়। এরই মধ্যে আজ বৃহস্পতিবার ভোরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আনিসুর রহমান। মামলায় ৩৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।
সিজনস ড্রেসেস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও মামলার বাদী মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক গত মঙ্গলবার রাতে কারখানার ভেতরে একটি কক্ষে কর্মকর্তাদের আটকে কারখানায় ভাঙচুর চালায়। আমরা কারখানাটির নব্বই শতাংশ শ্রমিকের বেতন পরিশোধ করেছিলাম। কারখানার মালিকের আদেশেই আজ মামলা দায়ের করেছি। আগামী শনিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে আলোচনা শেষে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘শ্রমিকদের উসকে দিতে নয়, সুষ্ঠুভাবে কারখানা পরিচালনা করতে আমরা মামলা করেছি।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ কারখানায় ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

বকেয়া বেতন দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের নামে মামলা করেছে গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। ৩৯ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন সিজনস ড্রেসেস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আনিসুর রহমান। মামলায় শ্রমিকদের নামে ভাঙচুরেরও অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার বেতনের দাবি জানিয়ে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এতে গতকাল বুধবার থেকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেন। গতকাল সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা বন্ধ পেয়ে টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
দিনভর কারখানা মালিকের সঙ্গে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা যোগাযোগের চেষ্টা করেন। পরে আগামী শনিবার আলোচনা শেষে শ্রমিকদের বেতন প্রদানের তারিখ ঘোষণা করার কথা শ্রমিকদের জানানো হয়। এরই মধ্যে আজ বৃহস্পতিবার ভোরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আনিসুর রহমান। মামলায় ৩৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।
সিজনস ড্রেসেস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও মামলার বাদী মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক গত মঙ্গলবার রাতে কারখানার ভেতরে একটি কক্ষে কর্মকর্তাদের আটকে কারখানায় ভাঙচুর চালায়। আমরা কারখানাটির নব্বই শতাংশ শ্রমিকের বেতন পরিশোধ করেছিলাম। কারখানার মালিকের আদেশেই আজ মামলা দায়ের করেছি। আগামী শনিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে আলোচনা শেষে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘শ্রমিকদের উসকে দিতে নয়, সুষ্ঠুভাবে কারখানা পরিচালনা করতে আমরা মামলা করেছি।’
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ কারখানায় ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৯ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৫ মিনিট আগে