Ajker Patrika

নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
টঙ্গীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হবে। আন্দোলনে একজন ছেলের পাশাপাশি নারীর ভূমিকা কোনো অংশেই কম ছিল না বলে মন্তব্য করেন তিনি।

‎আজ শুক্রবার বেলা ৩টায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।

শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রায় এক বছর আগে ‘জুলাই’ আন্দোলন শেষ হয়েছে। আমি এখনো পর্যন্ত শহীদদের পরিবারের কাছে যেতে পারিনি। তবে রাষ্ট্রীয়ভাবে কিংবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে যে অনুদান নাফিসার বাবাকে দেওয়া হয়েছে, তা তিনি সঠিকভাবে পেয়েছেন। এ ছাড়া এখানে আরও একজন শহীদ সানজিদ হোসেনের বাবা এসেছেন, তিনিও সঠিকভাবে অনুদানের অর্থ পেয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, তবে আমরা চেষ্টা করছি, সকল শহীদের পরিবারের কাছে পৌঁছানোর। নাফিসার বাবা জুলাই শহীদদের সনদ দেওয়ার দাবি জানিয়েছেন। শহীদদের সনদ দেওয়ার বিষয়টি সহজ হলেও যোদ্ধাদের সনদ দেওয়ার বিষয়টা অনেকটাই জটিল।’

‎শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে উপদেষ্টা পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতা-কর্মী ও স্থানীয়রা।

‎উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও সানজিদ হোসেন মৃধা। ৭ আগস্ট আজকের পত্রিকায় নাফিসা হোসেন মারওয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যা জুলাই ফাউন্ডেশনের নজরে আসে। ‎

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত