টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা আজ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশে নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান ৪২), বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে অটোরিকশাযোগে ওই দুই মুসল্লি ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ১১ জন আহত হন। তাঁদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় বা তাঁদের আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি।’ পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বলে তিনি জানান।

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা আজ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশে নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান ৪২), বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে অটোরিকশাযোগে ওই দুই মুসল্লি ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ১১ জন আহত হন। তাঁদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় বা তাঁদের আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি।’ পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বলে তিনি জানান।

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১৭ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৪ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
৩৯ মিনিট আগে