
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার পাল্টা মামলা করেছেন জেলা ছাত্রলীগের সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার। মামলায় ভুক্তভোগী যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি করা হয়।
একই ঘটনায় ১ সেপ্টেম্বর যুবলীগের ওই নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর কাছ থেকে আমার ছেলে (ছাত্রলীগ নেতা) নাসির মোড়ল নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাঙচুর করে গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে—এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেপ্তার হয়েছে। ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এই কাউন্টার মামলা দায়ের করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার পাল্টা মামলা করেছেন জেলা ছাত্রলীগের সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার। মামলায় ভুক্তভোগী যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি করা হয়।
একই ঘটনায় ১ সেপ্টেম্বর যুবলীগের ওই নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর কাছ থেকে আমার ছেলে (ছাত্রলীগ নেতা) নাসির মোড়ল নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাঙচুর করে গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে—এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেপ্তার হয়েছে। ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এই কাউন্টার মামলা দায়ের করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে