কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। নিখোঁজ রয়েছে কালিয়াকৈরের সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার থেকে একদল ডুবুরি ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, ‘আমার ভাতিজা খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে আমরা খবর পাই সে বিলের পানিতে ডুবে মারা গেছে। ওর শোকে আমার ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগল হয়ে যাচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন জানান, এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসে। পরে বিকেলে সে ও তার খালাতো ভাই শিমুল, মেহেদী, সাকিব হোসেন ও আরাফাত হোসেন পাঁচ বন্ধু মিলে উপজেলার ঐতিহ্যবাহী মকস বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে বেড়াতে বের হয়। একপর্যায়ে প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে যায়। দুই বন্ধুকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও তিনজন তলিয়ে যায়।

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। নিখোঁজ রয়েছে কালিয়াকৈরের সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার থেকে একদল ডুবুরি ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, ‘আমার ভাতিজা খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে আমরা খবর পাই সে বিলের পানিতে ডুবে মারা গেছে। ওর শোকে আমার ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগল হয়ে যাচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন জানান, এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসে। পরে বিকেলে সে ও তার খালাতো ভাই শিমুল, মেহেদী, সাকিব হোসেন ও আরাফাত হোসেন পাঁচ বন্ধু মিলে উপজেলার ঐতিহ্যবাহী মকস বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে বেড়াতে বের হয়। একপর্যায়ে প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে যায়। দুই বন্ধুকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও তিনজন তলিয়ে যায়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে