কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে