প্রতিনিধি

কালিগঞ্জ (গাজীপুর): এখন ধান কাটার মৌসুম। গাজীপুরের কালীগঞ্জও এর বাইরে নয়। টানা পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে মাঠে এসেছে সোনার ধান। সারা মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধ। কিন্তু কৃষকের মুখে হাসির দেখা নেই। বরং কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, এই ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত কৃষক। সংকট শ্রমিকের। ফলে মাঠেই ঝরে পড়তে শুরু করেছে ধান।
কোভিড–১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ। প্রতি দিনই বাড়ছে সংক্রমণ। সরকার এই অবস্থা ঠেকানোর জন্য পুরো দেশে আরোপ করেছে চলাচলে কঠোর বিধিনিষেধ। সর্বাত্মক এই লকডাউনে গণপরিবহণ বন্ধ রয়েছে। আর তাই উত্তরবঙ্গ থেকে ধান কাটার কোনো শ্রমিক এই অঞ্চলে আসতে পারছেন না। ফলে কৃষকেরা পড়েছেন বিপাকে।
কালীগঞ্জ উপজেলার বিল বেলাই, ভাটিরা বিল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ধান পেকে কাটার উপযোগী হলেও তা এখনো মাঠেই পড়ে রয়েছে। কিছুদিন আগে বয়ে যাওয়া ঝড়ে ফসলের ক্ষতিও হয়েছে। এখন কালবৈশাখী মৌসুম। এই মুহূর্তে ধান কাটতে না পারলে ঝড় ও জোয়ারের পানিতে তা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষক মো. মিরাজ (৪০) বলেন, গত বছরও এই সময়টাতে লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক আসতে পারেনি। ফলে ধান কাটার জন্য বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা করে গুনতে হয়েছে। সে সময় এলাকার কৃষকেরা দলবেঁধে একেকজনের ধান কেটে দেন। এবারও একইভাবে ধান কাটতে হবে। দেরি হলে সামান্য ঝড়েই ধান মাটিতে পড়ে যাবে।
সংকট আরও রয়েছে। তাড়াহুড়ো করে ধান কাটতে গিয়ে খড় বাড়িতে আনতে পারছেন না অনেকে। ফলে গবাদি পশুর খাবার নিয়েও থাকতে হচ্ছে চিন্তায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম বলেন, কৃষক শ্রমিকদের গণপরিবহনে কোনো বাধা নেই। সরকারি নির্দেশনায় স্পষ্ট করে উল্লেখ আছে, তাঁরা চাইলে কাজের জন্য যেকোনো স্থানে যেতে পারবেন। এখন কেউ যদি না আসে, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আর ধান কাটার ভর্তুকির ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা এখনো নেই।

কালিগঞ্জ (গাজীপুর): এখন ধান কাটার মৌসুম। গাজীপুরের কালীগঞ্জও এর বাইরে নয়। টানা পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে মাঠে এসেছে সোনার ধান। সারা মাঠে পাকা ধানের মৌ মৌ গন্ধ। কিন্তু কৃষকের মুখে হাসির দেখা নেই। বরং কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, এই ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত কৃষক। সংকট শ্রমিকের। ফলে মাঠেই ঝরে পড়তে শুরু করেছে ধান।
কোভিড–১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ। প্রতি দিনই বাড়ছে সংক্রমণ। সরকার এই অবস্থা ঠেকানোর জন্য পুরো দেশে আরোপ করেছে চলাচলে কঠোর বিধিনিষেধ। সর্বাত্মক এই লকডাউনে গণপরিবহণ বন্ধ রয়েছে। আর তাই উত্তরবঙ্গ থেকে ধান কাটার কোনো শ্রমিক এই অঞ্চলে আসতে পারছেন না। ফলে কৃষকেরা পড়েছেন বিপাকে।
কালীগঞ্জ উপজেলার বিল বেলাই, ভাটিরা বিল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ধান পেকে কাটার উপযোগী হলেও তা এখনো মাঠেই পড়ে রয়েছে। কিছুদিন আগে বয়ে যাওয়া ঝড়ে ফসলের ক্ষতিও হয়েছে। এখন কালবৈশাখী মৌসুম। এই মুহূর্তে ধান কাটতে না পারলে ঝড় ও জোয়ারের পানিতে তা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষক মো. মিরাজ (৪০) বলেন, গত বছরও এই সময়টাতে লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক আসতে পারেনি। ফলে ধান কাটার জন্য বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা করে গুনতে হয়েছে। সে সময় এলাকার কৃষকেরা দলবেঁধে একেকজনের ধান কেটে দেন। এবারও একইভাবে ধান কাটতে হবে। দেরি হলে সামান্য ঝড়েই ধান মাটিতে পড়ে যাবে।
সংকট আরও রয়েছে। তাড়াহুড়ো করে ধান কাটতে গিয়ে খড় বাড়িতে আনতে পারছেন না অনেকে। ফলে গবাদি পশুর খাবার নিয়েও থাকতে হচ্ছে চিন্তায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম বলেন, কৃষক শ্রমিকদের গণপরিবহনে কোনো বাধা নেই। সরকারি নির্দেশনায় স্পষ্ট করে উল্লেখ আছে, তাঁরা চাইলে কাজের জন্য যেকোনো স্থানে যেতে পারবেন। এখন কেউ যদি না আসে, তাহলে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আর ধান কাটার ভর্তুকির ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা এখনো নেই।

এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
২৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১ ঘণ্টা আগে