গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি।
অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি।
জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দেয়। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন এবং তাঁর মাকে স্বতন্ত্র প্রার্থী করেন। বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি মায়ের পক্ষে প্রচার চালান।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এদিকে গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
অভিষেক উপলক্ষে সকালে গাজীপুর মহনগরীর ছয়দানা এলাকার নিজ বাসা থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বাদ্য বাজিয়ে এবং শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে প্রবেশ করেন নবনির্বাচিত মেয়র। গত কয়েক দিন ধরেই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলে নানা প্রস্তুতি।
অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে হাজার নেতা-কর্মী অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। এ অনুষ্ঠানে জেলার আর কোনো বড় নেতা-কর্মীকে দেখা যায়নি।
জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে মেয়র পদে মনোনয়ন দেয়। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন এবং তাঁর মাকে স্বতন্ত্র প্রার্থী করেন। বাছাইয়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি মায়ের পক্ষে প্রচার চালান।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মা এখন এই নগরের সকলের মা। তিনি নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন। মানুষ সেবা নিতে এসে যাতে হয়রানি না হয় সে জন্য তাঁর পাশে আমিও আছি। নগরবাসীর যেকোনো সমস্যায় আমার মা সবার আগে থাকবেন।’
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে