গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ।
সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ।
সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১৪ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে